https://www.facebook.com/Rahaonlineshopbd/
Posts
টাকার বিনিময়ে ইতিকাফ করা যাবে কি ??
- Get link
- X
- Other Apps
■■ ইতিকাফ বিষয়ক প্রশ্ন উত্তর ■■ প্রশ্ন: কোনো কোনো এলাকায় দেখা যায়, রমযানের শেষ দশ দিনে এলাকাবাসী কেউ এতেকাফ না করলে অন্য এলাকা থেকে কোনো দরিদ্র ব্যক্তিকে খানা ও পারিশ্রমিক দিয়ে এতেকাফ করানো হয়। প্রশ্ন হল, ক) এরূপ করলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বাঁচতে পারবে কি না? খ) ঐ ব্যক্তির জন্য এতেকাফকালীন দিনগুলোর পারিশ্রমিক নেওয়া জায়েয হবে কি না? উত্তর: ক) রমযান মাসের শেষ দশ দিন এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়াহ। যদি কোনো মসজিদে এক জনও ইতেকাফে বসে তাহলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি একজনও এতেকাফ না করে তাহলে ঐ এলাকার সকলেই গুনাহগার হবে। খ) এতেকাফ একটি ইবাদত, যা বিনিময়যোগ্য নয়। তাই এতেকাফের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েয নয়। কাউকে পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফ করালে সে এতেকাফ সহীহ হবে না। অতএব এ জাতীয় এতেকাফ দ্বারা এলাকাবাসী দায়িত্বমুক্ত হতে পারবে না। -হেদায়া, ফাতহুল কাদীর ২/৩০৪; রদ্দুল মুহতার ২/৪৪২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৭; ইলাউস সুনান ১৬/১৭২-৭৩; রদ্দুল মুহতার ৬/৫৫ . উবায়দুল্লাহ . ফরিদাবাদ, ঢাকা প্রশ্ন: এ বছর রমযান মাসে আমি ইতিকা...
আল্লামা আহমদ শফীর সহপাঠি আল্লামা আবদুল আলিম আল হোসাইনীর ইন্তেকাল
- Get link
- X
- Other Apps
নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী হাজীপাড়া মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদীস ও বাংলাদেশের প্রখ্যাত আলেমে দীন আল্লামা শাহ আহমদ শফীর সহপাঠি আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিয়ুন) আজ রাত ১১ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর। তিনি ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম, ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহসালার, শাইখুল আরব ওয়াল আজম, কুতুবুল আলম, সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী র. -এর দীর্ঘ আট বছর সান্নিধ্য পাওয়া একজন সুযোগ্য শাগরিদ ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফী দা.বা. -এর সহপাঠী ছিলেন। দীর্ঘ ত্রিশ বছর যাবত দেশের বিভিন্ন মাদরাসায় বুখারী শরীফের দরস দিয়ে আসছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় তের বছর যাবত শাইখুল হাদীস হিসেবে বুখারী শরীফের দরস দিচ্ছিলেন। পাশাপাশি ঢাকার মুগদা মারকাযুল উলূম ও মুন্সীগঞ্জ জেলাধীন সেরাজাবাদ মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করতেন। তিনি চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য ছাত্র, ভক্ত, অনুরাগী রেখে ...
স্বর্ণার মৃত্যু
- Get link
- X
- Other Apps
স্বর্ণা। অসাধারণ সুন্দরী মেয়ে। দেখলে মনে হয় বিধাতা স্পেশালিটি দিয়ে নিজ হস্তে সৃজন করেছেন। রূপে-গুণে ও চলনে-বলনে পাড়ার সবার মুখে মুখে। আজকাল লোকমুখে তার প্রশংসা চর্চা হয়। স্বর্ণার চুল দেখে পাড়ার অন্য মেয়েদের হৃদয়ে ঈর্ষার জীবাণু কিলবিল করে।স্বণা ও ভাবে, শ্যামলা বর্ণ অন্য আট-দশটা সাধারণ বাঙালি মেয়ের মতো যদি বিধাতা তাকেও বানাতে! তাহলে দুষ্ট মানবের দৃষ্টি থেকে বাঁচা যেত। কিন্তু এমনটি হয়নি। মাঝেমধ্যে স্বর্ণাকে উঠানে চি বুড়ি খেলতে দেখা যায়। খোলা চুলে চি দিলে স্বর্ণাকে দারুন লাগে। নতুন বাড়িতে উঠেছে স্বর্ণারা। আগে কোথায় ছিল তা অজানা।পাশের বাঙ্গলো বাড়ির বকুল ফুলের গন্ধে স্বর্ণা মুগ্ধ। দেয়াল টপকে ফুল কুঁড়ানোর কথা অনেকদিন ভেবেছে। কিন্তু তা হয়ে ওঠেনি। স্বর্ণার অনেক দিনের সখ নিজ হাতে বকুল মালা গাঁথার। তাই আজ এত সকালে ওঠা। অলস ভঙ্গিতে দেয়ালের পাশে পায়চারি করছে ।স্বর্ণা ও পাশের বকুলের লোভ আর সামলাতে পারল না। বকুলতলা কারো যাতায়াত নেই বলে হাঁটু উঁচু ঘাস গজিয়েছে ওদিকটায়। কুয়াশা কেটে রোদ উঠেছে।ধানী রঙের নরম রোদ। তবুও ঘাসের উপর শিশির কণা। স্বর্ণা নিচু হয়...
হাফেজ ফেরদৌস আহমাদ ফরাজী (বাকের আলী) পরিচিতি
- Get link
- X
- Other Apps
ফেরদৌস আহমাদ ফরাজী (বাকের আলী)। পিতা মুহাম্মাদ ওয়ারিস আলী ফরাজী। জন্মঃ৬ ই সেপ্টেম্বর ২০০০ সালের বরিশাল বিভাগে বরগুনা জেলার তালতলি থানায় জন্মগ্রহণ করেন। তিন ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। PSC পরীক্ষার পাশাপাশি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় অধ্যায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে এবং সমস্ত ওস্তাদদের দোয়ায় ২০১১ সালে ঢাকা মিরপুর ১ শাহ আলী বাগ হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফিজি (হিফজ) কমপ্লিট করেন।